মৃত্যুঞ্জয়ী

দেবাশীষ দত্ত

আমরা গাইলে ওরা চমকে ওঠে;
আর নাচলে ভাবে নাচের তালে তালে
পৃথিবীটা উঠবে দুলে,প্রচণ্ড ঝাঁকুনিতে
ওদের সিংহাসনটাই যাবে উল্টে পড়ে।
যদি একসাথে হাঁটি,তবে তো আর রক্ষাই নেই!
ভাবে,আমরা বুঝি গভীর ষড়যন্ত্র করে
ওদের মসনদ দখল করতে চলেছি পায়ে পায়ে।
আমাদের হাসিতে ওদের কানে লাগে তালা।

এককথায় আমাদের অস্তিত্বটাই ওদের কাছে বিষবৎ-
তাই আমাদের নিকেশ করতে বিষ ছড়াচ্ছে ওরা,তীব্র বিষ!
এ বিষে মানুষ মরে না,মরে তার মানবতা।
ছিঁড়ে সৌভ্রাতৃত্বের বাঁধন,সে হয় কলির ভীম সেন।
সমস্ত ভারত আজ বিষিয়ে উঠেছে...
রাজনীতি ধরেছে ধর্মের ভেক,আর ধর্ম গাইছে রাজনীতির ভজন!
তবু ওরা হেরে যাচ্ছে,পিছু হটছে।
ওরা জানে না,বিষে মানবতা আচ্ছন্ন হলেও
তা পুরোপুরি মরে না কখনও।
মানুষ যে ‘অমৃতস্য পুত্রাঃ’।