-:লেখা পাঠানোর নিয়ম:- 
      *আমাদের এ সংখ্যার বিষয় কি আগে দেখুন তার পর লেখা পাঠান।
*লেখা পাঠানোর কোন শব্দ সীমা নেই। তবে প্রতি সঙ্খ্যার জন্য প্রতিটি বিভাগে ২টির বেশি লেখা পাঠাবেন না।(গল্প-২টি, কবিতা-২টি .........)
*লেখা প্রকাশের ব্যাপারে সম্পাদক-মণ্ডলীর সিদ্ধান্ত বিচার্য।
*শব্দ চয়ন ও শব্দ বিন্যাসের দায়-দায়িত্ব সম্পূর্ণ লেখকের নিজের। নৈতিকতা ও আইনগত দিক থেকে “একবিংশের নকশা” কোন ভাবে দায়বদ্ধ নয়।
*লেখার শব্দ বিন্যাসের ত্রুটি লেখকের।
* লেখা পাঠানোর সময় সীমা প্রতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে।

*সংখ্যা প্রকাশিত হয় মাসের প্রথম সপ্তাহে।


  • আপনার লেখা মনোনিত হলে আমাদের পাতায় লেখক হিসাবে আপনার একটি প্রোফাইল তৈরি হবে। সাথে আপনি আমাদের দেওয়া একটি কোড পাবেন ই-মেল দ্বারা। 
  • পরবর্তিতে লেখা পাঠাতে হলে আমাদের ফর্মে  আবশ্যিক কোড ব্যাবহার করেই লেখা পাঠাবেন। 
  • যারা লেখক কোড পাচ্ছেন সে সকল লেখক নিয়মিত তিনটি সংখ্যায় পর পর লেখা না পাঠালে তার প্রোফাইলটি ব্লক করে দেওয়া হবে।পরর্তিতে ঐ কোডে লেখা পাঠালে গ্রহন করা হবে না। সে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযগ করতে হবে। 
  • আমাদের পাতায় নিয়মিত লেখকদেরই লেখা বাছাই করেই বাৎসরিক সংকলন প্রকাশিত হবে।


  লেখা পাঠাতে ক্লিক করুন এখানে