আমাদের লক্ষ্য

ব্যস্ততা কেড়ে নিচ্ছে মানুষের সময়। এই ব্যস্ততার সাথে পায়ে পা মিলিয়ে চলতে গিয়ে ভুলে যাচ্ছি সাহিত্য চর্চা। আধুনিক প্রযুক্তি বিজ্ঞান দুনিয়াকে এনে দিয়েছে হাতের মুঠোয়। সেই সাথে সোশাল নেটওয়ার্ক গুলিতে হাত বাড়ালেই বন্ধু, আর আবেগি বন্ধুত্ব ক্রমে সরিয়ে দিচ্ছে সাহিত্যের সংস্পর্শ থেকে বহুদূরে। সে কারনে আমাদের ক্ষুদ্র প্রয়াস ওয়েব মাসিক সাহিত্য পত্রিকা "একবিংশের নকশা"।পুরানোকে মনে রেখে নতুন প্রতিভার সংমিশ্রণে গড়ে তুলতে চাই একটি সাহিত্য চর্চার আসর। ধারাকে ধারাবাহিকতা না করে নতুন কুড়ি পাক নূতন আলো।

 "আজ নতুন প্রভাত নতুন আলোয় ফুটাক নতুন ফুল।
 আজ বিজয়ের মন্ত্র বলে উঠুক হোক না নব নব ভূল।
 সৃষ্টি মানেই সমালোচনা আদি ইতিহাস,
 নিয়ম ভাঙার পালা যখন, করে করুক পরিহাস।"
  -সহ-সম্পাদক(ই-নকশা)

 বার্ষিক প্রচেষ্টা


 * সম্পাদক মনোনীত ও ই-মেল ভোটে নির্বাচিত সকল সংখ্যার সেরা লেখা নিয়ে বাৎসরিক              সংকলন প্রকাশিত হবে। এটি পুস্তক আকারে পাওয়া যাবে।
 * পত্রিকার আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বাৎসরিক একটি সাহিত্য সম্মেলন।

 আমাদের এই চলার পথে অনেক ভুল ক্রুটি থাকবে  জানি, সে জন্য ক্ষমা প্রার্থী। সাথে চাইব আপনাদের সৃজনশীল মতামত।  


                                                                            ।। প্রচেষ্টাঃ ।।
              পত্রিকা পরিচালন মন্ডলি